thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

লাহোরের  বাসভবনে ফিরেছেন   ইমরান খান

২০২৩ মে ১৩ ১২:৪৯:৩৯
লাহোরের  বাসভবনে ফিরেছেন   ইমরান খান

দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান আটকের দুই দিন পর লাহোরের জামান পার্কের বাসভবনে ফিরেছেন।

৯ মে গ্রেপ্তার হওয়ার পর থেকে ছড়িয়ে পড়া সহিংসতা, সেনা মোতায়েন, ধর-পাকড় ও অবশেষে জামিন পাওয়ার মতো ঘটনার পর শুক্রবার রাতে বাসভবনে ফিরেন ইমরান খান।

সাবেক এই প্রধানমন্ত্রী জানান, ‘ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল তাকে লাহোর থেকে রওনা হতে বাধা দেওয়ার জন্য ব্যাপক প্রচেষ্টা চালান। তিন ঘণ্টা তাকে অপেক্ষায় রাখা হয়েছিল, পুলিশ ইন্সপেক্টর দাবি করেছিলেন বাইরে বের হওয়া তার জন্য অত্যন্ত বিপজ্জনক।’

তারপর তিনি সেই ইন্সপেক্টরকে বলেছিলেন, ‘তুমি যদি আমাদের যেতে না দাও, তাহলে আমি পুরো পাকিস্তানকে বলনো তুমি আমাদের অপহরণ করেছ, আমাদের জোরপূর্বক আটকে রাখছো।’

তিনি আরও বলেন, ‘চাপের মধ্যে, তিনি শেষ পর্যন্ত আমাদের প্রস্থানের অনুমতি দিয়েছেন, তারপর যখন আমরা হই তখন দেখি রাস্তা পুরো ফাকা, , কোনো ধরণের বিপজ্জনক কিছু ছিল না।’

শনিবার ভোরবেলা, খান তার লাহোরের বাসভবনে পৌঁছান। এর আগেও তিনি ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রাঙ্গণে হাজির হন, যেখানে তাকে জামিন দেওয়া হয়েছিল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর