thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএসসি

২০২৩ মে ১৩ ১৪:৫২:৪৮
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএসসি

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৭ থেকে ১১ মে) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড (বিএসসি)। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১৫৭ কোটি ১৭ লাখ ৪৭ হাজার টাকা।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ২ কোটি ১২ লাখ ২৭ হাজার ২৪১টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য যার বাজার মূল্য ১৪৭ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা ইনট্রাকো রিফিউলিং স্টেশন লিমিটেডের ৩ কোটি ৪৮ লাখ ২০ হাজার ৩৪৪টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১৪৩ কোটি ৩৯ লাখ ৯১ হাজার টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১৪১ কোটি ৪ লাখ ১ হাজার টাকা, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১২০ কোটি ২০ লাখ ৭৪ হাজার টাকা, অগ্নি সিস্টেমস লিমিরেটডের ১১৪ কোটি ৬৮ লাখ ২ হাজার টাকার, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির ১০৮ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার টাকার, জেমিনি সি ফুড লিমিটেডের ৯৮ কোটি ৬২ লাখ ৩২ হাজার টাকা, আমরা নেটওয়ার্ক লিমিটেডের ৯৪ কোটি ৯ লাখ ৮৪ হাজার টাকা এবং জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৯১ কোটি ৭১ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর