thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিন্তে ব্রিটেনের তাগিদ

২০২৩ মে ১৪ ০২:৪৩:২৪
বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিন্তে ব্রিটেনের তাগিদ

দ্য রিপোর্ট ডেস্ক:বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারচিকিৎসা নিশ্চিন্তে তাগিদ দিয়েছে বৃটেন। শুধু বেগম খালেদা জিয়া নয় সকলকারাবন্দির প্রতি মানবিক আচরণের উপর জোর দিয়েছে বৃটিশ সরকার। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখবে বৃটেন। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নেতৃত্বাধীন বৃটিশ সরকারের বাংলাদেশ দেখভালের দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেইন ট্রিভেলিয়ান।

বার্মিংহামের ট্রিনিটি রোডস্থ নিউ হোপ গ্লোবাল এর চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ উদ্দিন গত ১৪ মার্চ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখেন । জবাবে ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিষয়ত বৃটিশ প্রতিমন্ত্রী লিখেন, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে ব্রিটেন অনেক চিন্তিত এবং নিয়মিত এর প্রতিবাদ করছে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের রিপোর্টে বৃটেন গভীরভাবে উদ্বিগ্ন উল্লেখ করে তিনি লিখেন

আমরা সরকারী এবং বেসরকারী উভযভাবেই বাংলাদেশ সরকারকে চাপ দিতে থাকব মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। বেগম খালেদা জিয়ারসহ সকল বন্দিদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। পাশাপাশি তিনি উল্লেখ ব্রিটেন নিরপেক্ষ বিচার বিভাগের ব্যাপারে সর্বদা জোর দিয়ে আসছে। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিন্তে ব্রিটেন কাজ করে যাবে।

প্রসঙ্গত, এর আগেও বার্মিংহামের ট্রিনিটি রোডস্থ নিউ হোপ গ্লোবাল এর চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ উদ্দিন গত বছরের ১০ই অক্টোবর ব্রিটেনের প্রধানমন্ত্রী বরাবর ও ৩রা নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি লিখেছিলেন । সেবারও জবাবেইন্দো-প্যাসিফিক অঞ্চল বিষয়ত বৃটিশ প্রতিমন্ত্রীঅ্যান মেইন ট্রিভেলিয়ান বলেছিলেনকারবান্দিসহ সকলের মানবাধিকার নিশ্চিতে আমরা নিয়মিতভাবে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করছি। তখনবাংলাদেশের মানবাধিকার লংঘনের ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

(দ্য রিপোর্ট,১৩ই মে দুইহাজার তেইশ)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর