thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

চারদিনের সফরে   পাবনা যাচ্ছেন  রাষ্ট্রপতি 

২০২৩ মে ১৫ ১০:০৭:১৫
চারদিনের সফরে   পাবনা যাচ্ছেন  রাষ্ট্রপতি 

দ্য রিপোর্ট প্রতিবেদক:চারদিনের সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজ জেলা পাবনা যাচ্ছেন। গত ২৪ এপ্রিল শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে পাবনায় তার প্রথম সফর।

সোমবার (১৫ মে) সকালে তিনি পাবনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি পাবনায় গণসংবর্ধনাসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। সাংবাদিক, বুদ্ধিজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

তিনি জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য।

আগামী মঙ্গলবার (১৬ মে) পাবনা অ্যাডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গণসংবর্ধনা দেওয়া হবে। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর