thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আজীবনের জন্য দল থেকে বহিষ্কার হচ্ছেন জাহাঙ্গীর 

২০২৩ মে ১৫ ১৮:৫৬:২৪
আজীবনের জন্য দল থেকে বহিষ্কার হচ্ছেন জাহাঙ্গীর 

দ্য রিপোর্ট প্রতিবেদক:দলীয় শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করে দলে ফেরার চার মাস যেতে না যেতেই বিদ্রোহ করে গাজীপুরের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম। ফলে তাকে আর সুযোগ দিতে চায় না আওয়ামী লীগ। তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

রোববার (১৪ মে) দুপুরে অনুষ্ঠিত ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকে এই সুপারিশ করা হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য লিখিত আকারে এই সুপারিশ পাঠানো হবে।

সভা সূত্র জানায়, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বহিষ্কারের বিষয়টি বৈঠকে উত্থাপন করেন। বৈঠকে উপস্থিত অধিকাংশ সদস্য তার এই প্রস্তাবকে সমর্থন করেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা মত দিয়েছি জাহাঙ্গীর আলমকে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়ার জন্য। এমন শাস্তি দিতে হবে, যেন তাকে আর ক্ষমা করার কোনো সুযোগ না থাকে।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, নীতিনির্ধারণী যেকোনো সিদ্ধান্ত দলের কার্যনির্বাহী বৈঠকে নেওয়া হয়। এখন সেই বৈঠক না হওয়ায় জাহাঙ্গীর আলমের বিষয়ে সম্পাদকমণ্ডলীর সুপারিশ দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা।

এর আগে গত ২ মে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয় টিমের বৈঠক হয়। ওই বৈঠকেও জাহাঙ্গীরকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর