thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

খুলনায়  সার্জা‌রির মাধ্যমে ছে‌লেকে  মে‌য়ে‌তে রূপান্তর

২০২৩ মে ১৬ ১২:১৪:১২
খুলনায়  সার্জা‌রির মাধ্যমে ছে‌লেকে  মে‌য়ে‌তে রূপান্তর

দ্য রিপোর্ট প্রতিবেদক:খুলনা মেডিকেল কলেজে এই প্রথম কোনো ছে‌লেকে সার্জা‌রির মাধ্যমে মে‌য়ে‌তে রূপান্তর করা হ‌য়ে‌ছে। সফলভাবে সার্জারিটি করেছেন ইউরোলোজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট ডা. নিরুপম মণ্ডল। সফল অপরেশন করে নজির সৃষ্টি করেছেন তিনি।

ডা. নিরুপম মন্ডল বলেন, সার্জারির পর রোগী ভালো আছেন। ১৭ বছরের একটি ছেলেকে অপারেশন করে নারীতে রূপান্তর করা হয়েছে। কেননা, সে ভিতরে জিনগতভাবে পুরুষ। কিন্তু বাইরে নারী। একজন নারীর যেসব বৈশিষ্ট রয়েছে তা সবই রয়েছে তার। তার দুইটো ব্রেস্ট আছে। সে দেখতে আকর্ষণীয় সুন্দরী। তার বড় বড় চুল আছে। কণ্ঠস্বর নারীর। তার চলন বলন, শরীরের গঠন অঙ্গভঙ্গি সবই নারী। কিন্তু তার ভিতরটা পুরুষের মতো।

ডা. নিরুপম জানান, একটানা সাড়ে ৪ ঘণ্টা অপারেশন করা লেগেছে। প্রথমে আমরা তার পেনিস কেটে ফেলেছি। তাকে মাসিকের রাস্তা তৈরি করে দিয়েছি। পেটের মধ্যে যে দুটি টেস্টিস ছিল তা অপারেশন করে অপসারণ করেছি। আশা করি এখন একজন নারীর জীবন যাপন করতে পারবে। আমরা এখন তাকে হরমন রিপলেসমেন্ট দেব, যাতে সে একজন কোমলীয় নারীতে পরিণত হতে পারে। সে স্বাভাবিক যৌনজীবন পালন করতে পারবে, কিন্তু তার বাচ্চা হবে না।

রোগীর অভিভাবকরা জানান, সে ছোটবেলা থেকেই মেয়েদের সঙ্গে মিশতো। সবাই তাকে মেয়ে হিসেবে চেনে। আমরা চেয়েছিলাম সে সমাজে মেয়ে হিসেবে পরিচিত হোক, সংসার করুক। তার ভবিষ্যতের কথা চিন্তা করে পারিবারিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর