thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বঙ্গবন্ধুকে হত্যার পর বহুবার সংবিধান ক্ষতবিক্ষত হয়েছে: রাষ্ট্রপতি

২০২৩ মে ১৬ ২০:৩০:২৪
বঙ্গবন্ধুকে হত্যার পর বহুবার সংবিধান ক্ষতবিক্ষত হয়েছে: রাষ্ট্রপতি

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বহুবার সংবিধান ক্ষতবিক্ষত করা হয়েছে। খুনিরা গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে হত্যা করেছে। তাই এখন দেশে প্রয়োজন সংবিধানের চার মূলনীতি রক্ষার চলমান ধারা অব্যাহত রাখা।

মঙ্গলবার (১৬ মে) চার দিনের পাবনা সফরের দ্বিতীয় দিনে জেলার ঐতিহাসিক এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে বক্তব্যকালে এসব বলেন রাষ্ট্রপতি।

এসময় প্রায় ২০০ বছরের পুরনো এই জেলার হাজার হাজার মানুষ সংবর্ধনা জানাতে হাজির হন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে। বেলা গড়াতে গড়াতেই এডওয়ার্ড কলেজ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার তুলে দেয়া হয় পাবনার এই কৃতি সন্তানকে

সংবর্ধনার জবাবে রাষ্ট্রপতি বলেন পাবনার মানুষকে প্রধানমন্ত্রী যে উপহার দিয়েছেন তাকে গ্রহণ করতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে অভিভূত করেছে। মানুষের ভালোবাসার ঋণ পরিশোধ করতে চান তিনি।

এসময় রাজনৈতিক এবং জেল জীবনের সঙ্গীদেরকে স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, নিজের রাজনৈতিক ভিত্তি অস্বীকার করা যাবে না। আমি সংবিধান রক্ষা করার শপথ নিয়েছি। যদিও শপথ নেয়ার পর সকল কিছু রাজনীতির ঊর্ধ্বে। তাপরেও নিজের রাজনৈতিক ভিত্তি অস্বীকার করছি না।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে আজ বিশ্বের কেউ ঋণ খেলাপি বলে না। বরং বাংলাদেশ এখন সারাবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। আগামী সেপ্টেম্বরে পাবনা থেকে ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালু হবে। তিনি বলেন, দেশে সাম্য ও গণতন্ত্রের চর্চা আছে, এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে হবে।

রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রের জন্য আগামী জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তাই পাবনাবাসীকে গত ১৪ বছরের উন্নয়নের হিসাব-নিকাশ সঠিকভাবে নির্ণয় করে তাদের প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানাই।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর