thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

অবশেষে বৃষ্টি ঝরেছে রাজধানীতে

২০২৩ মে ১৬ ২০:৫৮:২৪
অবশেষে বৃষ্টি ঝরেছে রাজধানীতে

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি হলেও ঢাকায় এর প্রভাব দেখা যায়নি। টানা দাবদাহে অতিষ্ঠ নগরবাসী। অবশেষে বৃষ্টি ঝরেছে রাজধানীতে। একই সঙ্গে ঝড়ো হাওয়াও বইছে।

মঙ্গলবার (১৬ মে) রাত ৮টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আধাঘণ্টা ধরে চলে ঝড়-বৃষ্টি। সাড়ে ৮টার দিকে বৃষ্টি থেমে গেলেও কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে, সেই সঙ্গে ঝড়ো হাওয়া বইছে। যদিও তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি নয়, তবুও জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরলো।


আবাহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিলো, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর