thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

যুক্তরাষ্ট্র দ্বিমুখী নীতিবিশিষ্ট : ইমরান

২০১৩ নভেম্বর ১২ ১৯:৫৪:৪২
যুক্তরাষ্ট্র দ্বিমুখী নীতিবিশিষ্ট : ইমরান

দিরিপোর্ট২৪ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রকে দ্বিমুখী নীতিবিশিষ্ট দেশ হিসেবে মন্তব্য করেছেন পাকিস্তানের রাজনীতিক ও সাবেক ক্রিকেটার ইমরান খান। খবর রেডিও তেহরানের।

ইমরান বলেন, ‘যুক্তরাষ্ট্র যখন আফগান তালেবানদের সঙ্গে আলোচনা করছে ঠিক তখনই পাকিস্তানি তালেবানদের সঙ্গে আলোচনায় বসতে ইসলামাবাদকে বাধা দিচ্ছে।’

একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান।

পাকিস্তানের এক্সপ্রেস নিউজ টেলিভিশনের ‘টু দ্যা পয়েন্ট’ অনুষ্ঠানকে দেয়া সাক্ষাৎকারে তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান বলেন, ‘বর্তমান সময়ের মতো স্পর্শকাতর মুহূর্তে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পাকিস্তানের বর্তমান নেতৃত্ব সেই কাজটি করতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’ সরকার মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের পকেটস্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘পাকিস্তানের জনমতকে নিজের পক্ষে নে্ওয়ার জন্য মার্কিন সরকার সে দেশের মিডিয়ার পেছনে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করছে। মার্কিন অর্থে আঙ্গুল ফুলে কলাগাছ এসব গণমাধ্যম মার্কিন ষড়যন্ত্রের ব্যাপারে সঠিক প্রশ্নটি পর্যন্ত তুলে ধরছে না।’

ইমরান বলেন, ‘মার্কিন সরকার যখন ইসলামাবাদকে বলে, ‘সন্ত্রাস দমনে আরো কিছু করো’ তখন পাকিস্তানি মিডিয়াও ‘আরো কিছু করো’ বলে জিগির তোলে।’

সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মুশাররফ পাকিস্তানের অপূরণীয় ক্ষতি করেছেন- উল্লেখ করে ইমরান খান বলেন, ‘আমাদের সৈন্যরা প্রতিদিনই আক্রান্ত হচ্ছে। মুশাররফের শুরু করা এমন একটি যুদ্ধে আমাদের সৈন্যরা জীবন দিচ্ছে যে যুদ্ধ পাকিস্তানের স্বার্থে শুরু হয়নি।’

তিনি বলেন, ‘আপনি যদি যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত করেন তাহলে মার্কিনিরা আপনাকে আরো বেশি তুচ্ছতাচ্ছিল্য করবে। আপনি যদি নিজেই নিজেকে সম্মান না করেন তাহলে কেউ আপনাকে সম্মান দেখাবে না। কোনো জাতি আত্মসম্মান ও আত্মবিশ্বাস ছাড়া এগিয়ে যেতে পারে না।’

ইমরান জানান, তার দল ক্ষমতায় থাকলে মার্কিনিরা পাকিস্তানে ড্রোন পাঠানোর সাহস পেত না। তিনি প্রশ্ন করেন, ‘পাকিস্তান সরকারই যখন ওয়াশিংটনকে ড্রোন হামলার ব্যাপারে সবুজ সংকেত দিয়ে বলে, প্রতিটি হামলার পর আমরা লোক দেখানো প্রতিবাদ জানাবো- তখন মার্কিনিরা কেন হামলা চালাবে না?’

ইমরান খান বলেন, ‘সরকার যেদিন পাকিস্তানের উপজাতীয় জনগণকে কাছে টানতে পারবে সেদিন দেশে শান্তি আসবে। ইতিহাস প্রমাণ করেছে, দেশের একটি জনগোষ্ঠীকে শত্রু বানিয়ে রেখে পুরো দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।’

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর