thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

টি-টোয়েন্টিতে ১৮ তম স্থানে নিগার

২০২৩ মে ১৭ ১১:২১:৪০
টি-টোয়েন্টিতে ১৮ তম স্থানে নিগার

দ্য রিপোর্ট ডেস্ক:শ্রীলঙ্কা সফরেটি-টোয়েন্টিতে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন নিগার সুলতানা। আইসিসি র‍্যাঙ্কিংয়েও এর প্রতিফলন পড়েছে। এ সংস্করণে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন টাইগারদের এ অধিনায়ক। র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তার সতীর্থ লেগ-স্পিনার ফাহিমা খাতুনও।

মেয়েদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। এ তালিকায় ১৮তম স্থানে আছেন নিগার।

লঙ্কানদের বিপক্ষে ৫১ বলে ৭৫ রানের মারকাটারি এক ইনিংস খেলেন টাইগার এ অধিনায়ক। এতে টি-টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে ৯ বছর জয় পায় বাংলাদেশ। আর পুরো সিরিজে ১১৩ রান করে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি।

এ সিরিজে ৫ উইকেট শিকার করেন ফাহিমা। এতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে উঠে এসেছেন তিনি।

এদিকে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু ব্যাটারদের তালিকায় শীর্ষ ১০ এ ঢুকেছেন। সিরিজে ১০৩ রান করে দুই ধাপ এগিয়ে ৯-এ তিনি।

তালিকার শীর্ষেই আছেন অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রা। বোলারদের তালিকায় ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার নিজেদের রাজত্ব ধরে রেখেছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর