thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

মাদ্রিদকে কাঁদিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি

২০২৩ মে ১৮ ১৪:৪৩:১৫
মাদ্রিদকে কাঁদিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি

দ্য রিপোর্ট ডেস্ক:অসাধারণ পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। ফলে রিয়ালের এবার প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না।

ইত্তিহাদ স্টেডিয়ামে বুধবার দিবাগত রাতে প্রতিযোগিতার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-০ গোলের জয় তুলে নেয় ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে পা রাখল পেপ গার্দিওলার দল।

এ নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল সিটি। গতবার সেমিফাইনালে উঠলেও রিয়ালের কাছে হেরে ফাইনালে উঠতে পারেনি দলটি।

প্রথম লেগ সিটি ৪-৩ গোলে জিতলেও দ্বিতীয় লেগ রিয়াল জিতে নিয়েছিল ৩-১ গোলে। এর আগের মৌসুমে ফাইনালে উঠলেও চেলসির কাছে হেরেছিল সিটি।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর