thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

আইএল টি-টোয়েন্টিতে খেলতে পারেন পাকিস্তানের ক্রিকেটাররা

২০২৩ মে ১৯ ১৩:০৫:২৩
আইএল টি-টোয়েন্টিতে খেলতে পারেন পাকিস্তানের ক্রিকেটাররা

দ্য রিপোর্ট ডেস্ক:চলতি বছর থেকেই শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টের প্রথম আসরে কোনো পাকিস্তানের ক্রিকেটার অংশ নেয়নি।

তবে আগামী আসর থেকেই দ্য গ্রিন ম্যানদের এ টুর্নামেন্টে অংশ নেওয়ার দরজা খুলে যেতে পারে। যদিও গেল আসরেই ফখর জামান, মোহাম্মদ হাসনাইনদের খেলার সম্ভাবনা জেগেছিল। এমনকি আজম খানকে ডেজার্ট ভাইপার্স দলে ভিড়িয়েছিল।

খেলার অনুমতি না পাওয়ায় সে যাত্রা এ টুর্নামেন্ট মাতানো হয়ে ওঠেনি। তবে আগামী আসর থেকে এ টুর্নামেন্টে ছাড়পত্র দিতে আপত্তি নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। এজন্য শর্তও বেঁধে দেওয়া হচ্ছে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কিংবা জাতীয় দলের খেলার মধ্যে যথেষ্ট খেলার বিরতি থাকলেই এ টুর্নামেন্টে খেলতে পারবেন পাক ক্রিকেটাররা।

এ টুর্নামেন্টে বিশ্বের সব নামীদামি ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ৪ লাখ ৫০ হাজার ডলার করে দেওয়া হয়েছে। আর বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানকে ৯ লাখ ডলার পর্যন্ত প্রস্তাব দেওয়া হয়, এমন গুঞ্জন ছড়ায় গণমাধ্যমে।

এমনকি তাদের সঙ্গে তিন বছরের চুক্তির বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু পিসিবির অনাপত্তিতে গোটা বিষয়টিই ধূলিসাৎ হয়ে গেছে। তবে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি এবার নাকি আইএল টি-টোয়েন্টির প্রতি বেশ নমনীয়, পিএসএলের গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে নাকি এসব বিষয়ে আলোচনা হয়েছে। মিটিংয়ে দ্য ম্যান ইন গ্রিনদের ছাড় দেওয়ার ব্যাপারে রাজিও হয়েছেন তিনি।

এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, পিএসএলের আগামী আসরের শুরুর ভাগ দুবাইতে হতে পারে। এবার বিশ্বের নামিদামি ক্রিকেটারদের আকৃষ্ট করার উদ্যোগও নেওয়া হচ্ছে। তবে পুরো প্রক্রিয়াই এখনও আলোচনাধীন। আর জনপ্রিয়তা বিবেচনায় ক্রিকেটারদের আইএল টি-টোয়েন্টিতে খেলতে দিতে সম্মত না পিএসএলের অনেক ফ্র্যাঞ্চাইজি।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর