thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

ওবামাসহ যুক্তরাষ্ট্রের ৫০০ নাগরিকের ওপর  রাশিয়ার  নিষেধাজ্ঞা

২০২৩ মে ২০ ১১:৪১:২৫
ওবামাসহ যুক্তরাষ্ট্রের ৫০০ নাগরিকের ওপর  রাশিয়ার  নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক:সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ যুক্তরাষ্ট্রের ৫০০ নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে মস্কোর বিরুদ্ধে ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞার জবাবে এ পদক্ষেপ নিয়েছে রুশ প্রশাসন।

শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে জো বাইডেন প্রশাসন। এর প্রতিক্রিয়ায় ৫০০ মার্কিন নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ওবামা ছাড়াও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি উপস্থাপক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল এবং শেথ মেয়ার্স রয়েছেন। এছাড়াও রয়েছেন সিএনএনের উপস্থাপক ইরিন বুরনেট, উপস্থাপক র‍্যাচেল ম্যাডো। তালিকায় যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর, কংগ্রেসম্যান ও বিশিষ্ট ব্যক্তিদেরও যুক্ত করেছে মস্কো।

এর আগে শুক্রবার ইউক্রেন যুদ্ধ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের আরও শতাধিক কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর