thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

ভিসা জটিলতায় ১৪০ জনের হজযাত্রা

২০২৩ মে ২১ ১২:১৬:৪২
ভিসা জটিলতায় ১৪০ জনের হজযাত্রা

দ্য রিপোর্ট প্রতিবেদক:ভিসা জটিলতায় ১৪০ জনের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। রোববার (২১ মে) দুপুর ২টা ২০ মিনিটের ফ্লাইটে তাদের সৌদি আরব যাওয়ার কথা ছিল। তবে এখনো পর্যন্ত ভিসা পাননি তারা। বর্তমানে তারা আশকোনা হজক্যাম্পে অবস্থান করছেন।

রোববার আশকোনো হজক্যাম্পে দেখা গেছে, ভিসা জটিলতায় পড়া হজযাত্রীদের অনেকেই শুক্র ও শনিবার আশকোনা হজক্যাম্পে এসেছেন। তবে তারা কবে সৌদি আরব যেতে পারবেন সেবিষয়ে এখনো নিশ্চিত নন। হজ এজেন্সি জান্নাত ট্রাভেলসের মাধ্যমে তাদের সৌদি যাওয়ার কথা ছিল।

ভুক্তভোগীরা বলছেন, আমাদের ফ্লাইট নম্বর বিজি- ৩৩১, দুপুর ২টা ২০ মিনিটে উড্ডয়নের কথা। অথচ এখনো আমাদের ভিসা হয়নি। ট্রাভেল এজেন্সির কাছে আমাদের পাসপোর্ট রয়েছে। জান্নাত ট্রাভেলস থেকে জানানো হয়েছে, তারা সৌদি দূতাবাসে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু প্রবেশ করতে পারছেন না। জটিলতার কারণে তারা ভিসা করতে পারছেন না।

তারা জানান, বিমানের কাউন্টার থেকে চেকইনের জন্য ডাকা হচ্ছে। তবে এখনো ভিসা প্রসেসিং হয়নি, হলে মেসেজ আসবে। আমাদের পাসপোর্ট, ভিসা নাই, কীভাবে যাবো! এটা এজেন্সির সমস্যা নাকি সৌদি ভিসা প্রসেসিংয়ের সমস্যা বুঝতে পারছি না। অনেক এজেন্সি ফ্লাইট পিছিয়েছে শুনেছি।

এ বিষয়ে কথা বলতে জান্নাত ট্রাভেলসের পার্টনার শহিদুল ইসলামকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

এর আগে শনিবার রাত ৩টা ২০ মিনিটে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ঢাকা ছাড়ে। প্রথম দফায় ৪১৫ হজযাত্রী বিমানের হজ ফ্লাইট বিজি-৩০০১ সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে হজ কর্মসূচির উদ্বোধন করেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ২২১ হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করবে অর্ধেক এবং বাকি হজযাত্রীদের বহন করবে সৌদিভিত্তিক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস ও সৌদি এয়ারলাইন্স। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর