thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিএনপি আন্দোলনের নামে নাশকতা করবে : শাজাহান খান

২০২৩ মে ২৫ ১৯:৫০:৪৭
বিএনপি আন্দোলনের নামে নাশকতা করবে : শাজাহান খান

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি আবারও আন্দোলনের নামে নাশকতা করবে। তারা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছে। যেমন করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, আমি একটা কথা বারবার বলি, তা হলো- ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। আমাদের আশঙ্কা হলো- বিএনপি ২০১৩, ১৪ ও ১৫ সালে যেভাবে আগুন দিয়ে পুড়িয়ে শ্রমিক, কর্মচারী ও পেশাজীবীদের হত্যা করেছে, বর্তমানে তাদের এই আন্দোলনের অন্তরালে সেই ভয়ংকর দৃশ্য রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা করলে ছাড় দেওয়া হবে না। সুতরাং কেউ নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে জনগণই তাদের প্রতিহত করা হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর