thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

দেশের মানুষ  বিএনপির নাম শুনতেই চাচ্ছে না: সমাজকল্যাণমন্ত্রী

২০২৩ মে ২৭ ২০:৩০:১২
দেশের মানুষ  বিএনপির নাম শুনতেই চাচ্ছে না: সমাজকল্যাণমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনো হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

শনিবার (২৭ মে) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলনে এস কমল রায়কে সভাপতি ও তপন কুমার ঘোষকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

নুরুজ্জামান আহমেদ বলেন, দেশের মানুষ বিএনপির এক নেতার বক্তব্যেই সেটি বুঝতে পেরেছে। এ কারণে দেশের মানুষ এখন আর বিএনপিকে বিশ্বাস করে না। বিএনপির নাম শুনতেই চাচ্ছে না। বিএনপির নেতারা এখন গুজব ছড়াচ্ছে। সেই গুজবে কোনো কাজ হবে না। বিএনপি যতই ষড়যন্ত্র করুক আবারও শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন।

এ সময় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সমাজকল্যাণমন্ত্রীর সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মিজানুর রহমান মিজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রমুখ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর