thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

ট্রাকের ধাক্কায়  দুমড়েমুচড়ে গেলো  মাইক্রোবাস,নিহত ২

২০২৩ মে ২৮ ১৩:০৩:২২
ট্রাকের ধাক্কায়  দুমড়েমুচড়ে গেলো  মাইক্রোবাস,নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে একটি দ্রুতগামী ট্রাক যাত্রীসহ একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২৮ মে) সকাল ৮টার দিকে উপজেলার শহীদনগর এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুস সাত্তার (৬২) ও একই উপজেলার কেতান্দি গ্রামের আব্দুল জলিল (৬৫)।

বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, কুমিল্লা থেকে মাইক্রোবাসটি মহাসড়ক হয়ে দাউদকান্দিতে যাচ্ছিল। এসময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুটি বাহনই উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। এসময় দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসটি মহাসড়কের পাশে গর্তে গিয়ে পড়ে। এতে দুইজন নিহত ও কয়েকজন আহত হন।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর