thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

গাজীপুরে আমরা হেরেছি কিন্তু গণতন্ত্রের জয় হয়েছে: কাদের 

২০২৩ মে ২৮ ১৮:২৮:০৪
গাজীপুরে আমরা হেরেছি কিন্তু গণতন্ত্রের জয় হয়েছে: কাদের 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমোদভ্রমণের জন্য বিদেশে যান না, বাংলাদেশের জন্য বিদেশিদের সহযোগিতার আশ্বাসে বিএনপির অন্তরজ্বালা হয়। এ কারণে তারা সমালোচনা করে

রোববার (২৮ মে) এক সভায় কাদের আরও বলেন, মার্কিন ভিসা নীতি নিয়ে সরকারের অসন্তুষ্ট হওয়া বা মাথা ব্যথার কোনো কারণ নেই। কারণ বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নেই।

নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, কোনোভাবেই বিরোধী দলের ওপর আক্রমণ করবেন না, মাথা গরম করবেন না। তবে আক্রান্ত হলে উপযুক্ত জবাব দেয়া হবে। নির্বাচন শান্তিপূর্ণভাবে করার লক্ষে নির্বাচনের আগে পর্যন্ত আমরা শান্তি সমাবেশ করে যাবো।

গাজীপুরে আমরা হেরেছি কিন্তু গণতন্ত্রের জয় হয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর