thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

কক্সবাজারে  প্রায় তিন লাখ পিস ইয়াবা উদ্ধার

২০২৩ মে ২৯ ১২:২২:০০
কক্সবাজারে  প্রায় তিন লাখ পিস ইয়াবা উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক:কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে প্রায় তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (২৯ মে) টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২৮ মে) রাতে ওই ইউনিয়নের আশিকানি লবণের মাঠ এলাকা থেকে ইয়াবার চালানটি আটক করা হয়।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান টেকনাফ সীমান্তের সাবরাং ইউনিয়নের আশিকানি লবণের মাঠ দিয়ে বাংলাদেশে ঢুকতে পারে, এমন সংবাদ বিজিবির কাছে পৌঁছে। পরে এ খবরের ভিত্তিতে বিজিবি সাবরাং বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহল দল লবণ মাঠের আইল নিয়ে কৌশলে অবস্থান নেয়। এ সময় চার থেকে পাঁচজন ব্যক্তি মিয়ানমার দিক থেকে বস্তা কাঁধে নিয়ে ওই এলাকায় এলে থামার সংকেত দেওয়া হয়। পরে পাচারকারীরা বিজিবি টহল দলকে দেখে কাঁধের বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। এ সময় ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তাগুলো তল্লাশি করে প্রায় তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, রোববার রাতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর স্টোরে জমা রাখা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর