thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বিএসইসিতে ব্যাপক রদবদল

২০২৩ জুন ০১ ১৩:১৮:৪৮
বিএসইসিতে ব্যাপক রদবদল

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের দায়িত্বে ব্যাপক রদবদল করা হয়েছে। এছাড়া, কমিশন কর্তৃক অনুমোদিত অর্গানোগ্রাম মোতাবেক কর্মচারীদের বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।

আজ বুধবার (৩১ মে ) বিএসইসির সহকারী পরিচালক (প্রশাসন) মো: নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

নতুন অফিস আদেশ অনুযায়ী বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম দায়িত্বে থাকবেন- এডমিন অ্যান্ড ফাইন্যান্স বিভাগ, কমিশন’স সেক্রেটারীয়েট বিভাগ এবং ডেরিভেটিভ বিভাগ।

কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ দায়িত্বে থাকবেন- ইস্যুকারী কোম্পানি বিষয়ক বিভাগ, কর্পোরেট ফাইন্যান্স বিভাগ, আর্থিক সাক্ষরতা বিভাগের প্রধান এবং একাউন্টেট বিভাগ।

কমিশনার মো: আব্দুল হালিম দায়িত্বে থাকবেন- মার্কেট এবং মধ্যস্থতাকারী বিষয়ক বিভাগ, মার্কেট ইন্টেলিজেন্স এবং তদন্ত বিভাগ।

কমিশনার ড. মো: মিজানুর রহমান দায়িত্বে থাকবেন- ইনভেস্টমেন্ট ম্যানেজম্যান্ট বিভাগ, আর এ্যান্ড ডি বিভাগ, আইসিটি বিভাগ, অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্স বিভাগ।

কমিশনার ড. রুমানা ইসলাম দায়িত্বে থাকবেন- আইন বিভাগ এবং এনফোর্সমেন্ট ডিভিশন।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর