thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

সংগীতশিল্পী ঐশীর বিয়ে সম্পন্ন

২০২৩ জুন ০৩ ১৮:১৫:০১
সংগীতশিল্পী ঐশীর বিয়ে সম্পন্ন

দ্য রিপোর্ট প্রতিবেদক:নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী বিয়ে করেছেন। তার বরের নাম আরেফিন জিলানী সাকিব বলে জানা গেছে।

গতকাল ২ জুন রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে কণ্ঠশিল্পি ঐশী-জিলানীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাদের বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং শোবিজ ভুবনের তারকাদের দেখা গেছে।

জানা গেছে, ৩১ মে তার হলুদ সন্ধ্যায় অনেক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন। তার আগে ২ এপ্রিল রাতে তাদের আংটি বদল হয়েছে।

আড়াই বছরের পরিচয় এবং বন্ধুত্বের পর ২ এপ্রিল তাদের আংটি বদল হয় ঐশী ও জিলানির।
সংগীতশিল্পী পরিচয়ের বাইরে এই শিল্পী একজন চিকিৎসক। অন্যদিকে তার বর জিলানি পড়াশোনা শেষ করার পর একটি ওষুধ কোম্পানিতে কর্মরত। পাশাপাশি অভিনয় ও মডেলিং করেন তিনি।

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর