thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

সন্তানকে বুকের দুধ খাওয়ালে টাকা

২০১৩ নভেম্বর ১২ ২০:২৯:৫৪
সন্তানকে বুকের দুধ খাওয়ালে টাকা

দিরিপোর্ট২৪ ডেস্ক : সদ্য জন্ম নেওয়া শিশুর জন্য সবচেয়ে উপকারী খাবার কোনটি? এ প্রশ্নের উত্তরে যে কেউ চোখ বন্ধ করে বলবেন মায়ের বুকের দুধ। কিন্তু আধুনিক মায়েরা এ খাবারটিই খেতে দেন না তার সন্তানকে! এ প্রবণতাটি এখন বিশ্বের প্রায় প্রতিটি দেশের আধুনিক মায়েদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এ প্রবণতা থেকে মায়েদের বের করে আনতে যুক্তরাজ্যে চালু করা হয়েছে উপহার পদ্ধতি।

সন্তানকে বুকের দুধ না খাওয়ানোর প্রবণতার দিক থেকে যুক্তরাজ্যের অবস্থান ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে নাজুক। এ অবস্থার উন্নতি ঘটাতে দেশটিতে সন্তানকে বুকের দুধ খাওয়ানো মায়েদের দু’শ পাউন্ড করে উপহার দেওয়ার প্রকল্প চালু করা হয়েছে। প্রথমে দক্ষিণ ইয়র্কশায়ার ও ডার্বিশায়ারের ১৩০ জন মাকে অর্থ দেওয়া হবে। পর্যায়ক্রমে পুরো যুক্তরাজ্যেই এটা চালু করা হবে।

পাউন্ডল্যান্ডের শুরু করা এ প্রকল্পে পাউন্ডচেস্টার, অসদা, টেসকো ও জন লুইস চেইন শপের কুপনের মাধ্যমে এ অর্থ দেওয়া হবে।

এ অর্থ প্রদানকে বিরোধীরা ঘুষ বলে আখ্যায়িত করেছে।

প্রসঙ্গত, বাচ্চা জন্ম নেওয়ার পর অন্তত দুই বছর পর্যন্ত তাদের বুকের দুধ খাওয়ানো উচিত বলে চিকিৎসকরা জানান। এ সময়ের মধ্যে অন্য কোনো প্রকার দুধ খাওয়ানো হলে তা শিশুর মানসিক ও দৈহিক উন্নতির ক্ষেত্রে মারাত্মক ব্যাঘাত ঘটায়।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর