thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আওয়ামী লীগকে  পালাতে দেওয়া হবে না: মান্না

২০২৩ জুন ০৯ ১৮:৫৫:৫৯
আওয়ামী লীগকে  পালাতে দেওয়া হবে না: মান্না

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের সাথে সংলাপ নয় এমন কথা বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না। তিনি বলেন, আওয়ামী লীগ সংলাপের কথা বলে পালাবার পথ খুঁজছে। তাদের পালাতে দেওয়া হবে না।

বুধবার (৯ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের একাংশের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে দিনব্যপী আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহামুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ নেতাদের ওপর ক্ষোভ নেই। যারা হামলা চালিয়েছে, নির্যাতন করেছে তাদের ক্ষমা নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের ভেতরে কাঁপন লেগেছে, এ জন্য বিএনপির সাথে বসতে চায়।

তিনি বলেন, দেশের ওপর থেকে স্বৈরাচারের কালো পর্দা আস্তে আস্তে সড়ে যাচ্ছে। আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও আইনমন্ত্রী আনিসুল হক না বুঝে বক্তব্য দেয়নি বলেও মন্তব্য করেন মাহামুদুর রহমান মান্না।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর