thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

১৮০০ গ্রাম কোকেনসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

২০২৩ জুন ১০ ১২:৩৩:২৭
১৮০০ গ্রাম কোকেনসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক:শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৮০০ গ্রাম কোকেনসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ জুন) তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতের মিজোরামে থাকেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান।

তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারফ্রেইট সার্কেল এলাকা থেকে ১ হাজার ৮০০ গ্রাম কোকেন জব্দ করা হয়। এ সময় ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে আজ বেলা সাড়ে ১১টায় কাস্টমস গোয়েন্দার কাকরাইল প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে মহাপরিচালক এ বিষয়ে তুলে ধরবেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর