thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭ পৌষ ১৪৩১,  ২৯ জমাদিউস সানি 1446

ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে ম্যান সিটি

২০২৩ জুন ১০ ১২:৫৯:৪০
ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে ম্যান সিটি

দ্য রিপোর্ট ডেস্ক:প্রস্তুত ফুটবল উৎসবের মঞ্চ, ১৮ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগের নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিয়া। ২০০৫ সালে এই মাঠেই ইউসিএল ফাইনালে এসি মিলানকে হারিয়ে প্রত্যাবর্তনের এক কাব্য রচনা করেছিল লিভারপুল। এবার শিরোপার লড়াইয়ে ইন্টার মিলানের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি।

ইউসিলের ফাইনালে আধিপত্য বিস্তারের মাধ্যমে ট্রেবল শিরোপা জিততে চায় সিটিজেনরা। অন্যদিকে চতুর্থ চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলতে মরিয়া সিমিওনে ইনজাঘির শিষ্যরা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিয়াতে, একটু বাড়তি চাপ নিয়ে খেলবে ম্যানসিটি। সিটিজেনরা রয়েছে, ট্রেবল জয়ের মিশনে। মৌসুম দারুণ কেটেছে পেপ গার্দিওলা বাহিনীর। ফর্মে রয়েছেন, দলের ফুটবলাররাও। লিগ শিরোপার পর এফএ কাপের শিরোপাও নিজেদের করেছে সিটিজেনরা। সিটির হয়ে একের পর এক পুরস্কার নিজের করেছেন আর্লিং হলান্ড।

অন্যদিকে ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পা রেখেছে ইন্টার মিলান। সবশেষ ২০১০ সালে ইউসিএল ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয় নিয়ে শিরোপা নিজেদের করে দ্য ব্লেক অ্যান্ড ব্লুজ। সিটিজেনদের রুখে দিয়ে দীর্ঘ দিনের শিরোপার আক্ষেপ ঘুচাতে চায় সিমিওনে ইনজাঘির শিষ্যরা।

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিয়ায় দর্শক ধারণ ক্ষমতা ৭৬ হাজার। দুদলের সমর্থকরা টিকিট পাবে ২০ হাজার করে। বাকি টিকিট থাকবে সাধারণ দর্শকদের জন্য।

তবে ইউসিএল ফাইনালটি যারা মাঠে বসে দেখার টিকিট পাচ্ছেন না, তাদের জন্য মাঠের বাইরে দুই ফ্যান ভিলেজ করেছেন আয়োজকরা। সব মিলেই একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবল সমর্থকরা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর