thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

নির্বাচনের পরিবেশ সন্তোষজনক: খোকন  সেরনিয়াবাত

২০২৩ জুন ১২ ১২:২১:১০
নির্বাচনের পরিবেশ সন্তোষজনক: খোকন  সেরনিয়াবাত

দ্য রিপোর্ট প্রতিবেদক:নির্বাচনের পরিবেশ সন্তোষজনক। ভালো ভোট হচ্ছে বলে মন্তব্য করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে আজ সোমবার ভোট দিয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। আবুল খায়ের আবদুল্লাহ বলেন, মানুষ ভোটকেন্দ্রে আসছে, ভোট দিচ্ছে, এটা আমার কাছে খুব আনন্দের।

জয়ের ব্যাপারে আশাবাদী আবদুল্লাহ বলেন, ভালো ভোট হচ্ছে। পরিবেশ সন্তোষজনক।

আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ সুষ্ঠু করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোট হচ্ছে ইভিএমে। ভোটকেন্দ্রে রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারি। ঢাকা থেকে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ১১৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী ৪২ জন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর