thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭ পৌষ ১৪৩১,  ২৯ জমাদিউস সানি 1446

তামিমের ব্যাপারে সিদ্ধান্ত আগামীকাল

২০২৩ জুন ১২ ১২:৩৯:৩৭
তামিমের ব্যাপারে সিদ্ধান্ত আগামীকাল

দ্য রিপোর্ট প্রতিবেদক:পিঠের পুরনো ব্যথা ফিরে আসায় আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে শঙ্কা জেগেছে তামিম ইকবালকে পাওয়া না-পাওয়া নিয়ে। অনুশীলনে দুইদিন ওয়ার্ম আপ আর ফিল্ডিং করলেও ব্যাটিংয়ের সময় রীতিমতো পিঠের ব্যথার সঙ্গে যুদ্ধ করতে হয়েছে তাকে। দুইদিনই ব্যাটিং অনুশীলন পুরোপুরি না করেই থেমে যেতে হয়েছে দেশসেরা এই ওপেনারকে।

দীর্ঘদিন ধরে ভুগতে থাকা এই পিঠের ইনজুরি তামিমকে এর আগেও ছিটকে দিয়েছে গুরুত্বপূর্ণ কিছু সিরিজ ও টুর্নামেন্ট থেকে। সেই ইনজুরি আরও একবার বাঁ-হাতি এই ওপেনারকে চোখ রাঙাচ্ছে সিরিজ থেকে ছিটকে যাওয়ার।

তামিমের এই ফিরে আসা চোট ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের মেডিক্যাল ইউনিটকে। তবে টাইগার এই ওপেনারের জন্য ম্যাচের আগের দিন পর্যন্ত অপেক্ষা করবে বোর্ড। তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ম্যাচের আগের দিন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, ‘আসলে অনুশীলন না করলে ওর ব্যথাটা কোন পর্যায়ে রয়েছে সেটি বোঝা যাবে না। ওকে আমরা পর্যবেক্ষণে রেখেছি। কোচ-ফিজিও ওকে দেখছেন। ম্যাচের আগের দিন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ও খেলবে কি না।’ গুরুত্বপূর্ণ সিরিজগুলোর আগে তামিমকে না পাওয়া নতুন কিছু না। এর আগে পিঠের চোটে পড়েছিলেন তিনি ইংল্যান্ড সিরিজের আগ মুহূর্তে। বিপিএলে খেলতে গিয়ে পেয়েছিলেন আঙ্গুলে ব্যথা। যার কারণে তিনি মিস করেছিলেন পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দুটি।

এখানেই শেষ নয়। পেটের পীড়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্টেও খেলতে পারেননি বাঁ-হাতি এই ব্যাটার। সবশেষ কুচকির ইনজুরিতে পড়ে তার খেলা হয়নি ভারতের বিপক্ষে সিরিজে। এদিকে আয়ারল্যান্ড সিরিজের সময় আঙ্গুলের চোট নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছিটকে দিয়েছে আফগানদের বিপক্ষের টেস্ট সিরিজটি থেকে। আর এখন তামিমের ইনজুরি স্বভাবতই কপালে চিন্তার ভাঁজ ফেলছে টিম ম্যানেজমেন্টের।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর