thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আয় বাড়াতে  হল রুম ভাড়া দিতে চায় ডিএসই

২০২৩ জুন ১২ ১৪:১৬:২১
আয় বাড়াতে  হল রুম ভাড়া দিতে চায় ডিএসই

দ্য রিপোর্ট প্রতিবেদক:নিজস্ব ভবনের মাল্টি-পারপাস হল রুম ভাড়া দিতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে (ডিএসই)। সম্প্রতি নিকুঞ্জে অবস্থিত ডিএসইর নিজস্ব ভবনের ১২ তলায় অবস্থিত এ হল রুমটি ভাড়া দেয়ার জন্যে নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচার করছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, ১৭ হাজার ১০২ বর্গফুটের পিলারবিহীন এই হল রুমটির ধারণ ক্ষমতা গোল টেবিল সেটাপে ৩০০ জন এবং থিয়েটার সেটাপে ৬০০ জন। এছাড়াও এই হলটির জন্য ৭ হাজার ২১০ বর্গফুটের প্রি-ফাংশন এরিয়া রয়েছে। রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান, গ্রিন রুম এবং শিল্পীদের জন্য আলাদা আর্টিস্ট রুমের সুবিধা। দুটো এলইডি স্ক্রিন এবং ব্যাকড্রপ ব্যনারের সুবিধাও থাকছে হলরুমটিতে।

সপ্তাহের সকল কার্যদিবসগুলোতে একদিনের জন্য ডিএসইর এই মাল্টি-পারপাস হল রুমটি ভাড়া নিতে হলে গুনতে হবে ১ লাখ ৫০ হাজার টাকা এবং সাপ্তাহিক ছুটির দিনে এই হলরুমটি ভাড়া নিতে হলে গুনতে হবে ২ লাখ টাকা।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর