thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ভোটের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন 

২০২৩ জুন ১৩ ০০:১৮:৩০
ভোটের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (১২ জুন) সন্ধ্যায় বরিশাল নগরীর চাঁদমারীতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। একই সঙ্গে আগামী ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

এ সময় দলটির বরিশাল সিটি মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বরিশাল ও খুলনা সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে বরিশালে হামলার শিকার হন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীম।

বরিশাল সিটির ঘোষিত ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকে ৮৭ হাজার ৭৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট। অন্যদিকে খুলনায়ও জয়ের পথে রয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী তালুকদার আবদুল খালেক।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর