thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

কবিকণিকা’র সাহিত্য আড্ডা

২০২৩ জুন ১৩ ১১:১০:২২
কবিকণিকা’র সাহিত্য আড্ডা

দ্য রিপোর্ট প্রতিবেদক:‘সোনা দানা দামি গহনা..’ ‘চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান..’ এরকম অসংখ্যা জনপ্রিয় গানের গীতিকার শহীদুল্লাহ ফরায়জী তার অভিজ্ঞতা শেয়ার করলেন। ‘সোনা দানা দামি গহনা..’ গানটা অসম্ভব জনপ্রিয়তা পাওয়ার পরের একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে গানের গীতিকার ৭৫ বছর বয়সী শহীদুল্লাহ বলেন, ‘হঠাৎ এক অনুষ্ঠানে আমাকে অনেকগুলো মহিলারা ঘিরে ধরলো। তারা জানান, আমি তাদের অনেক ক্ষতি করে দিয়েছি। কী ক্ষতি জানতে চাইলাম। তারা বললো, এই গানের পর তার স্বামীরা তাদের আর সোনা-গহনা দেবে না!’...

কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিলেন ‘কবিকণিকা’র সদস্যরা। সমাজসেবা মূলক সাহিত্য সংগঠন ‘কবিকণিকা’ কবি-সাহিত্যিকদের নিয়ে গঠিত হয় ৮ মার্চ ২০১৬ ।
গত ২৬ মে ২০২৩ শুক্রবার সাহিত্যপ্রেমী, কবি সাহিত্যিকদের নিয়ে কবিতা ও সাহিত্য আলোচনা ও ঈদ পূণর্মিলন অনুষ্ঠানের আয়োজন করে কবিকণিকা। ধানমন্ডিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা বলে মুগ্ধতা ছড়ান ড: আমিনুল কাদের মির্জা, কাকলী আফরোজ, মিজানুর রহমান চৌধুরী, সুমাইয়া বারি, নাসরিন রহমান-মাহিবুর রহমান আলাল, আলাউল কবির লিপটন, আশেক ই খোদা আবদুল্লাহ আল মামুন সহ অনেকেই। অনুষ্ঠানে গান গেয়ে প্রানবন্ত পরিবেশ এনে দেন কুসুম কলি, আফরোজা মাহমুদ শারমিন-নাহিদা দিনার সুলতানা, দেওয়ান ইকবাল, মাহবুবুল ওয়াদুদ ।
জ্যোতির্ময় মন্ডলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উজ্জীবন বাংলাদেশের সাধারণ সম্পাদক অলিউল্লাহ অলি, যুগ্ন সম্পাদক আব্দুল হাই, কবিকণিকার অর্থ সম্পাদক আশিক মাহমুদ রিপন, জোবায়দা ওয়াদুদ, মঞ্জুরুল হক, ডঃ খসরুজ সামাদ, এস আই মোবারকসহ অনেকে। কবিকণিকার প্রতিষ্ঠাতা পরিচালক কাকলী আফরোজ বলেন, ‘কবিকণিকা শুধুই একটি সাহিত্য সংগঠন নয়। সমাজসেবামূলক কার্যক্রমও করে থাকে। বিভিন্ন জাতীয় দূর্যোগের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে কবিকণিকা ছিল এবং থাকবে। গত বছর কবিকণিকার প্রধান উপদেষ্টার অনুপ্রেরণায় ১০জন পক্ষাঘাত ব্যক্তিকে দশটা হুইলচেয়ার প্রদান করা হয়। সাহিত্যচর্চা ও গুনিদের সম্মান করা, সুস্থধারায় বাংলার সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়া সংগঠনের লক্ষ্য।’ সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘ভাষা, সাহিত্য-লেখনিতে সৃজনশীলতা খুবই দরকার। সেটা কবিকণিকা ধরে রাখার চেষ্টা ও চর্চা করে যাচ্ছে। একই সঙ্গে এই সমাজসেবামূলক সংগঠন সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবা করে যাচ্ছে ।’

পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর