thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষনে  খালেদা জিয়া

২০২৩ জুন ১৩ ১৫:১৭:০০
মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষনে  খালেদা জিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক:মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষনের তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা। এর আগে গতকাল রাতে ‘হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দেড়টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে ম্যাডামের চিকিৎসা চলছে।

সর্বশেষ গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৮ বছর বয়সী খালেদা জিয়া। পাঁচ দিন পর তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফিরেছিলেন তিনি। এক মাসের মধ্যে তাকে আবার হাসপাতালে ভর্তি হতে হলো।

সকালে খালেদা জিয়ার কয়েকজন চিকিৎসকদের সাথে আলাপ করলেও কেউ কোনো কথা বলছেন না। তবে তাদের সাথে আলাপ থেকে জানা গেছে, সকাল থেকে মেডিকেল বোর্ড উনার(খালেদা জিয়ার) যেসব বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা প্রেসক্রাই্ভ করেছেন সেগুলো চলছে। চিকিৎসক-নার্স সবার তত্ত্বাবধায়নে চিকিতসা চলছে।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর