thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

দেশকে প্রতিনিধিত্ব করার সেরা ফরম্যাট টেস্ট: হাথুরুসিংহ

২০২৩ জুন ১৩ ১৫:৪৫:৪৩
দেশকে প্রতিনিধিত্ব করার সেরা ফরম্যাট টেস্ট: হাথুরুসিংহ

দ্য রিপোর্ট প্রতিবেদক:দিন দুয়েক আগেই শেষে হয়েছে, ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে ক্রিকেট পরাশক্তি ভারতকে উড়িয়ে টেস্টের রাজত্ব মুকুট ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া।

এদিকে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সাদা পোশাকের একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। তবে এ টেস্ট ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। তবুও এ টেস্টকে অনুপ্রেরণা হিসেবেই দেখছেন লাল-সবুজের প্রতিনিধিদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার বিশ্বাস, টেস্ট ক্রিকেট দেশকে প্রতিনিধিত্ব করার সেরা ফরম্যাট।

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের আগে মঙ্গলবার (১৩ জুন) ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই বাংলা মাঠে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

হাথুরুসিংহে বলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভুলে যান, আপনি এখনও কিন্তু দেশের হয়ে খেলছেন। এটা কতদিন আগে এসেছে? দুই, তিন বা চার বছর আগে। এর আগে, দেশের হয়ে আপনি টেস্ট খেলেছেন, ৯ বা ১০ বছর বয়সে এমন কিছুর স্বপ্ন দেখে বেড়ে উঠেছেন। দেশের জন্য খেলতে আমার কাউকে উৎসাহ দেওয়ার দরকার নেই। যদি এখানে কোনো সমস্যা থাকে, তাহলে সে ভুল জায়গায় আছে।

লঙ্কান এ কোচের ভাষ্য, আমার ধারণা খেলোয়াড়দের জন্য দেশের হয়ে টেস্ট খেলাটাই তাদের অনুপ্রেরণার জন্য যথেষ্ট। এটাকে আমি এভাবেই দেখি। দেশের হয়ে খেলা যেকোনো ম্যাচই সম্মানের। বিষয়টাকে আমি এভাবেই দেখছি।

দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তিনি আরও যোগ করেন, আমি এবং খেলোয়াড়দের কাছে দেশের হয়ে খেলাটাই সবচেয়ে বড় ব্যাপার। যে ম্যাচই হোক, যেখানে আপনি টাইগারদের টুপি পরে নামছেন, এটার চেয়ে বড় কিছু হয় না।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর