thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ভিসা নীতিতে ক্ষমতাসীনদের হাঁটু কাঁপা শুরু হয়েছে: মির্জা ফখরুল

২০২৩ জুন ১৪ ১৯:১১:০৫
ভিসা নীতিতে ক্ষমতাসীনদের হাঁটু কাঁপা শুরু হয়েছে: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা দেন বলে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন দেশের মানুষের ভবিষ্যৎ অন্ধকার। শুধু ভোট চুরি নয়, সম্পদ চুরি করেছে সরকার।

বুধবার (১৪ জুন) চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের আহবানে অনুষ্ঠিত হলো তারুণ্যের সমাবেশ প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন মহাসচিব।

এ সময় মহাসচিব বলেন, ক্ষমতায় আসার আগে শেখ হাসিনা মাফ চেয়ে ছিলেন। আর এখন মানুষের পকেট কেটে সব টাকা বাইরে পাচার করেছে ৷

আমাদের গলা টিপে ধরেছে উল্লেখ করে ফখরুল বলেন, বলতে চাই-আমরা জনগণকে ক্ষমতায় নিতে চাই। মার্কিন ভীসা নীতিতে ক্ষমতাসীনদের সবার হাঁটু কাঁপা শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি ৷

দেশ রক্ষা করার দায়িত্ব তরুণদের। এই আন্দোলনে ১৭ জন জীবন দিয়েছেন জানিয়ে মির্জা ফখরুল এখনই পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বলে হুঁশিয়ারি দেন উচ্চারণ করেন।

উল্লেখ্য, বুধবার (১৪ জুন) বিকালে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিভাগীয় এই সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। তারা সমাবেশ করার জন্য আউটার স্টেডিয়াম চাইলেও জেলা প্রশাসন অনুমতি দেয়নি। ফলে বাধ্য হয়ে সমাবেশের আয়োজন করতে হয়েছে কাজীর দেউড়িতে। সড়কের উপর দুটি লং ভেহিক্যাল পাশাপাশি রেখে তৈরী করা হয়েছে সমাবেশ মঞ্চ। বিকালে সমাবেশ হলেও সকাল থেকে নানা বয়সী লোকজন নানা ব্যানার ফ্যাস্টুন নিয়ে আসতে থাকেন সমাবেশস্থলে। দুপুরের মধ্যে সামবেশস্থল জনসমুদ্রে রূপ নেয়। বিকালের মধ্যে কাজির দেউড়ি ছাড়িয়ে উপস্থিত নেতা-কর্মীদের স্রোত বয়ে যায় আশপাশের সড়কে।

কাজির দেউড়ির বাইরে আশপাশের নুর আহমদ সড়ক, আলমাস মোড় এবং এস এস খালেদ সড়কসহ আধ কিলোমিটার এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। প্রচন্ড গরমের মধ্যে নেতা-কর্মীরা হাঁসফাঁস করে বারবার স্থান পরিবর্তন করলেও সমাবেশ এলাকা ছেড়ে যাননি। তারা নানা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন পরিবেশ।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, ভোট মানুষের নাগরিক অধিকার। কিন্তু চার কোটি ভোটার তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। গত ১৫ বছরে চার কোটি নতুন ভোটার হয়েছে, যারা ভোট দিতে পারেননি। ২০২২ সালের ১২ অক্টোবর পলোগ্রাউন্ড মাঠে সবশেষ বড় সমাবেশ করেছিল বিএনপি ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর