thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সহ্য করছে সরকার:  অ্যাডভোকেট কামরুল 

২০২৩ জুন ১৪ ১৯:২১:৩৪
গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সহ্য করছে সরকার:  অ্যাডভোকেট কামরুল 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুলইসলাম বলেছেন, বিএনপি বিদেশিদের কাঁধে ভর করে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছে, কিন্তু গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সহ্য করছে সরকার ও প্রশাসন।

বুধবার (১৪ জুন) কেরানীগঞ্জের ঘাটারচরে মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপি যে ভাষায় কথা বলছে তাতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। কিন্তু গণতন্ত্রের স্বার্থে সরকার ও প্রশাসন এখনও নিরব আছে।

তিনি বলেন, বিএনপি দেশকে পিছিয়ে দিতে চায়। এ জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। বিদেশিদের কাঁধে ভর দিয়ে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছে। তারা দেশ ও গণতন্ত্রকে হত্যার গভীর ষড়যন্ত্র করছে।

কামরুল ইসলাম আরও বলেন, দেশের চলমান বিদ্যুতের সংকট কেটে যাবে। বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা বা পাকিস্তান হবে না। শুধু শেখ হাসিনার নেতৃত্বেই সংকট থেকে উত্তরণ সম্ভব। তার নেতৃত্বে সবক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে একচুল যাওয়ারও সুযোগ নেই। দেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর