thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায়  নিহত বেড়ে ৩

২০২৩ জুন ১৫ ১১:৫০:৫৭
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায়  নিহত বেড়ে ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক:সিরাজগঞ্জের নলকা সেতুর পশ্চিম পাশে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই নারী ও এক শিশু নিহত বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৫ জুন) হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টার ঢাকা-বগুড়া মহাসড়কের ফুলছোর ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, বৃহস্পতিবার সকালে ওই কলেজের সামনে একটি লোকাল বাস ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এক নারী নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পরে এক নারীসহ সাত মাসের এক শিশু নিহত হন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর