thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বিশ্ব অর্থনৈতিক ফোরামের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী 

২০২৩ জুন ১৫ ১৩:৩১:২৪
বিশ্ব অর্থনৈতিক ফোরামের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:সুইজারল্যান্ডে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘নিউ ইকোনোমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন।

বৃহস্পতিবার (১৫ জুন) ন্থানীয় সময় বিকালে যোগ দেবেন সুইজারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায়।

এর আগে গতকাল জেনেভায় ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিটের প্লেনারি সেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একমাত্র সামাজিক ন্যায় বিচারই স্থায়ী শান্তি ও টেকসই উন্নয়নের ভিত্তি রচনা করতে পারে। বিশ্বব্যাপি শান্তিপূর্ণ, ন্যায্য ও অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনের প্রয়াসে সামাজিক ন্যায় বিচারকে বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীনতালাভের কয়েক মাসের মধ্যেই ১৯৭২ সালের জুন মাসে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে এবং এক দিনে বেশ কয়েকটি আইএলও সনদে অনুস্বাক্ষর করে। বঙ্গবন্ধু শেখ মুজিব গভীরভাবে বিশ্বাস করতেন সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ব্যতিত শান্তি দীর্ঘস্থায়ী হতে পারে না। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে তাঁর সাড়ে তিন বছরের শাসনামলে তিনি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মর্যাদা রক্ষা ও ভাগ্য পরিবর্তনের ওপর জোর দিয়েছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) বিকাল ৫টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সুইজারল্যান্ড সফর শেষে শুক্রবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ১১টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর