thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিকেলে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপার্সন 

২০২৩ জুন ১৭ ১৫:৩৬:৩৭
বিকেলে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপার্সন 

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পাঁচ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (১৭ জুন) বিকেলে ৫টায় গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হবেন তিনি।

বিএনপি মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ১২ জুন দিনগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপরপরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি ও হৃদরোগে ভুগছেন। উল্লেখ্য, দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন। দেশে করোনার প্রকোপ বেড়ে গেলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে মুক্তি দেয় সরকার। তারপর থেকে বিভিন্ন মেয়াদে তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর