thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

নাদিম হত্যা: ২২ জনকে আসামি করে মামলা 

২০২৩ জুন ১৭ ১৫:৪১:০৮
নাদিম হত্যা: ২২ জনকে আসামি করে মামলা 

দ্য রিপোর্ট প্রতিবেদক:সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার তিন দিন পর ২২ জনকে আসামি করে মামলা করেছেন তার স্ত্রী মনিরা বেগম।

শনিবার (১৭ জুন) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন তিনি। বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করা হয়েছে। এর আগে শনিবার সকালে মূল অভিযুক্ত বাবুকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ। তিনি জানান, সকাল ৭টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে বাবু চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বাবু চেয়ায়রম্যানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাবকে আমি তার বোনের ঠিকানাটি দিয়েছি, সেখান থেকে র‌্যাব আটক করেছে। এর আগে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে মাহবুবুল আলম বাবুকে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টেলিভিশনের স্থানীয় সংবাদদাতা হিসেবে কাজ করতেন। তিনি জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছিলেন। গত বুধবার রাত ১০টার দিকে নাদিমের ওপর হামলা হয়। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাদিমের ওপর হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর