thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে সাকিব

২০২৩ জুন ১৭ ১৫:৪৬:১৪
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে সাকিব

দ্য রিপোর্ট প্রতিবেদক:সদ্য শেষ হয়েছে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। যেখানে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই জয় তৃতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড। ৬৭৫ রানে জিতে প্রথম স্থানে আছে ইংল্যান্ড। ১৯৩৪ সালের পর এই প্রথম বাংলাদেশ দল টেস্টে ক্রিকেটে ৫০০ রানের বেশি ব্যবধানে জয় পেলো।

এদিকে, ঢাকা টেস্ট জয়ের রেশ না কাটতেই শনিবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরি কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন সাকিব আল হাসান ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ মিস করা তামিম ইকবাল।

১৫ সদস্যের ওয়ানডে দলে রাখা হয়েছে চমক। যেখানে দুবছর পর ফেরানো হয়েছে ওপেনার নাঈম শেখকে। দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুবও।

আফগানদের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাঈম শেখ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর