thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপার্সন

২০২৩ জুন ১৭ ২০:৫২:১৭
চিকিৎসা শেষে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপার্সন

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

শনিবার সন্ধ্যা ৭ টা৫০ মিনিটে বাসায় পৌঁছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার মিডিয়া কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি বলেন, ম্যাডাম সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বাসায় আসেন।

এদিন ৬টা ৩৫ মিনিটে এভারকেযার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

এর আগে গত ১৩ জুন মধ্যররাতে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়। খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে। এরপর কয়েক দফায় তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর