thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

 বার্জার পেইন্টসের ৬০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন 

২০২৩ জুন ১৮ ১৩:৪৬:০৭
 বার্জার পেইন্টসের ৬০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন 

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ ও জেএনজে ইনভেস্টমেন্ট-এর মধ্যে শেয়ারহোল্ডার ঋণ চুক্তি অনুমোদন দিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটি (বিডা)। এর ফলে জেএনজে থেকে ৬০ মিলিয়ন ডলার পেতে বার্জার পেইন্টসের বাঁধা থাকলো না।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে এই ঋণ নিতে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়। যদিও জেএনজে বার্জার পেইন্টসের প্যারেন্ট কোম্পানি।

তথ্য অনুযায়ী,কোম্পানিটি ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৪০০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৬৪ টাকা ৯১ পয়সা। আগের অর্থবছরের সমন্বিত ইপিএস হয়েছিল ৬২ টাকা ৬৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭৯ টাকা ৭৮ পয়সা।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর