thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দেশের মানুষের ওপর স্টিম রোলার চালাচ্ছে সরকার: মির্জা ফখরুল 

২০২৩ জুন ১৮ ১৪:১৮:১৪
দেশের মানুষের ওপর স্টিম রোলার চালাচ্ছে সরকার: মির্জা ফখরুল 

দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসই করে না, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলটি সুষ্ঠু নির্বাচন দেবে এই কথায়ও কেউ বিশ্বাস করে না।

রোববার (১৮ জুন) সকালে গুলশানে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তার দাবি, তথাকথিত গণতন্ত্রের নামে দেশের মানুষের ওপর স্টিম রোলার চালাচ্ছে সরকার।

এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি বিদেশিদের কাছে যায় না। তবে বিদেশিরা বিএনপিকে ডাকলেও আওয়ামী লীগকে গণতন্ত্র সম্মেলনে ডাকে না।

বিএনপি মহাসচিব বলেন, জনগণ টাকা দেয়, কিন্তু বিদ্যুৎ পায় না। তিনি অভিযোগ করে বলেন, সব চুরি হয়ে গেছে, সব টাকা বিদেশে পাচার করছে সরকার।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাজমেরী এস এ ইসলামের সভাপতিত্বে এসময় উপদেষ্টা পরিষদের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, দলের শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর