thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সৌদি পৌঁছেছেন এক লাখ ৭,১০২ জন হজযাত্রী

২০২৩ জুন ২১ ১২:৩৯:৪৮
সৌদি পৌঁছেছেন এক লাখ ৭,১০২ জন হজযাত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন এক লাখ ৭,১০২ জন হজযাত্রী। হজে গিয়ে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জন পুরুষ, ৩ জন নারী।

মঙ্গলবার (২০ জুন) মধ্যরাতে হজ পোর্টাল এ তথ্য জানায়।

সরকারি ব্যবস্থাপনায় হজে গেছেন ৯,৭৯৮ হজযাত্রী ও বেসরকারিভাবে গেছেন ৯৭ হাজার ৩০৪ জন।

হজ বুলেটিনে জানানো হয়েছে, সরকারি ব্যবস্থাপনার (বিজি -৩৩১৩) ফ্লাইটের হজযাত্রীরা আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে স্থানীয় সময় সন্ধ্যায় জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

গতকাল সন্ধ্যায় হজ প্রশাসনিক দল বাংলাদেশি হজযাত্রীদের তাবুসমূহ সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য মিনা পরিদর্শন করেন।

আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর