thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

পাকিস্তানকে ৪-০ গোলে হারালো ভারত

২০২৩ জুন ২২ ১১:১৬:৩৬
পাকিস্তানকে ৪-০ গোলে হারালো ভারত

দ্য রিপোর্ট ডেস্ক:সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সুনীল ছেত্রীর হ্যাট্রিকে পাকিস্তানকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ভারত। মাঠে একচ্ছত্র আধিপত্য দেখাল ভারত।

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে ছিলো অনিশ্চয়তা। শেষ মুহূর্তে ভিসা পায় পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে ভেন্যু বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে এসে পৌঁছায় তারা। ফিফার নিষেধাজ্ঞার ধকল কাটিয়ে মাঠে ফেরা পাকিস্তানের লক্ষ্য ছিল দারুণ শুরুর।

ম্যাচের ১০ মিনিটের মাথায় ভারতকে লিড এনে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। পাকিস্তানের গোলকিপার সাকিব হানিফ একটি ব্যাক পাস পান। বেশ কিছু সময় বলটি নিজের পায়ে রাখেন তিনি। সুনীল সামনে গিয়ে তার ওপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করতে থাকেন। ডান দিকে এক সতীর্থকে পাস দিতে গিয়ে ভুল করেন হানিফ। বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ছেত্রী বল নিয়ে ফাঁকা জালে ঠেলে দেন।

মিনিট ছয়েক পর পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়ান ছেত্রী। বক্সের বাইরে থেকে গোলবার লক্ষ্য করে শট নিয়েছিলেন অনিরুদ্ধ থাপা। বক্সের মধ্যে সেটি পাকিস্তানের এক ডিফেন্ডারের হাতে লাগে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পোস্টের ডান দিকে ছেত্রীর বাড়ানো শট পাক গোলকিপার ঠিক দিকে ঝাঁপালেও নাগাল পাননি। এরপর আরও একবার পাকিস্তানের জাল নিশানা বানান ছেত্রী। দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে পূর্ণ করেন হ্যাটট্রিক।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর