thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ভোটের মাঠ বিরোধীদল শূন্য করতে সরকার ষড়যন্ত্রে লিপ্ত:   মির্জা ফখরুল

২০২৩ জুন ২২ ১৬:০৯:৫০
ভোটের মাঠ বিরোধীদল শূন্য করতে সরকার ষড়যন্ত্রে লিপ্ত:   মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠ বিরোধীদল শূন্য করতে সরকার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই ধারাবাহিকতায় মামলা-গ্রেফতারের মাধ্যমে দলটির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ বৃহস্পতিবার (২২ জুন) গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, "ভোটকে সামনে রেখে পরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে। ১৮ সালের নির্বাচনের আগের মতো গোটা দেশে গায়েবি মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা শুরু হয়েছে। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের গোয়েন্দা বাহিনী তুলে নিয়ে যাচ্ছে। দল নির্বাচনে না এলেও তাদের নির্বাচনে অংশ নিতে জোর করা হচ্ছে।"

মির্জা ফখরুল বলেন, "ক্ষমতায় থাকতে এমন কোনো কাজ নেই যেটা সরকার করছে না। কেউ কেউ এমন মরিয়া হয়েছে যে দেশের ক্ষতি করতেও দ্বিধা করছে না। সরকার বুঝতে পেরেছে তাদের জনগণ গ্রহণ করবে না। নির্বাচন ঘনিয়ে আসায় হাইব্রিড নেতাদের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়।"

সরকারের উদ্দেশ্য মির্জা ফখরুল বলেন, "পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করুন। নইলে জনগণ জানে কিভাবে তা আদায় করতে হয়।"

প্রধানমন্ত্রীর সুইজারল্যান্ড-কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, "সেন্টমার্টিন কেন বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে দেওয়া হবে না। এজন্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হতে পারে। বিরোধীদলে থেকে কারও কাছে দেশ বিক্রি করা যায় না। চুক্তি হয় একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সরকারের মধ্যে।"

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর