thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিকেলে পদযাত্রা করবে  বিএনপি

২০২৩ জুন ২৩ ১২:১৯:১০
বিকেলে পদযাত্রা করবে  বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক:গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে রাজধানীতে ধারাবাহিকভাবে পদযাত্রা করে আসছে বিএনপি। তারই অংশ হিসেবে বিকেলে পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

শুক্রবার (২৩ জুন) জুমার নামাজের পর বাড্ডার শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে বলে জানান, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বিকেল ৩টার দিকে পদযাত্রা অনুষ্ঠিত হবে। সুবাস্তু টাওয়ার সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে এসে শেষ হবে। পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সুবাস্তু টাওয়ারের সামনে অনুষ্ঠিত বিএনপির পদযাত্রা বা বিক্ষোভ সমাবেশগুলো সড়কে অস্থায়ী মঞ্চে হতে দেখা গেছে। আজও একইভাবে সড়কে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চে হবে। সমাবেশ শেষে পায়ে হেঁটে বাড্ডা থেকে আবুল হোটেল পর্যন্ত আসেন নেতাকর্মীরা। যার কারণে যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ওই এলাকায়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর