thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ডেমরায়  ক্রেনের তার ছিঁড়ে ৪ শ্রমিকের মৃত্যু

২০২৩ জুন ২৪ ১৭:৫১:৫৫
ডেমরায়  ক্রেনের তার ছিঁড়ে ৪ শ্রমিকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে ক্রেনের তার ছিঁড়ে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

শনিবার দুপুরে ডেমরা নয়া পাড়া এলাকার নূর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- মো. জাফর (৫০), মো. মিজান (৩২) ও মো. মোস্তফা (৪২)।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ডেমরা নয়পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচে কাজ করার সময় ওপর থেকে মালামাল ওঠানোর যন্ত্র (রুপশ) পড়ে ৪ শ্রমিক নিহত হয়েছেন।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার জানান, ঘটনার সময় ওই শ্রমিকরা ভবনের নিচে কাজ করছিলেন। নির্মাণাধীন ভবনে মালামাল ওঠানোর যন্ত্র (রুপশ) নিচে তাদের ওপর পড়ে। এতে ৪ শ্রমিক নিহত হন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর