thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

শেখ হাসিনার অভিধানে ‘ভয়’ শব্দটি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০২৩ জুন ২৫ ১৮:৫৫:৫২
শেখ হাসিনার অভিধানে ‘ভয়’ শব্দটি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিকভাবেও এর সহযোগিতার মাত্রা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ধারাবাহিকতা ও স্থিতিশীলতা অর্জন করেছে এবং এই ধারাবাহিকতা বজায় থাকবে।

আজ রোববার ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিসিএবি) আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার কোনো চাপ অনুভব করছে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিধানে ‘ভয়’ শব্দটি নেই।

তিনি বলেন, সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ গ্রহণ বা স্বাগত জানাবে না। তবে নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে।

শাহরিয়ার আলম বলেন, অতীতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ ও দেশের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেবেন না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ছোট দেশ হওয়ায় ক্রমবর্ধমান অর্থনীতি, অংশীদারদের সঙ্গে বৃহত্তর সম্পৃক্ততা এবং রাজনৈতিক স্থিতিশীলতার কারণে বৈশ্বিকভাবে তাল মিলিয়ে পরিবর্তিত হয়েছে। বাংলাদেশকে বহুপক্ষীয় ফোরামে ভালো অনুশীলনের উদাহরণ হিসেবে দেখা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন- ডিসিএবি সভাপতি রেজাউল করিম লোটাস। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিক্যাবের সাধারণ সম্পাদক এমরুল কায়েস।

ডিসিএবি সভাপতি রেজাউল করিম তার বক্তব্যে বলেন, তারা বুঝতে পেরেছে বাংলাদেশ তার ক্রমবর্ধমান অর্থনীতির সঙ্গে ভূ-রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে আবির্ভূত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের অসাধারণ উন্নয়ন, গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং ভূ-রাজনৈতিক তাৎপর্য দেশ-বিদেশে নিঃসন্দেহে আলোচনার বিষয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর