thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১,  ২৫ রবিউল আউয়াল 1446

ভারত থেকে কাঁচামরিচ ও টমেটো আসছে

২০২৩ জুন ২৬ ১১:৫৭:১৬
ভারত থেকে কাঁচামরিচ ও টমেটো আসছে

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রায় ১০ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ ও টমেটো আমদানি করা হবে।

সোমবার (২৬ জুন) হিলি উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে দেশের বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় বাংলাদেশ সরকার ভারত থেকে কাঁচামরিচ ও টমোটো আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে দেশের বাজারে কমতে পারে দাম বলছেন বন্দরের ব্যবসায়ীরা।

উপসহকারী ইউসুফ আলী বলেন, ভারত থেকে কাঁচামরিচ ও টমেটো আমদানির খবরে এখন পর্যন্ত হিলি স্থলবন্দরের পাঁচজন আমদানিকারক প্রতিষ্ঠান ১ হাজার ৯০০ মেট্রিক টন কাঁচামরিচ ও একজন আমদানিকারক প্রতিষ্ঠান ৫০০ মেট্রিক টন টমেটো আমদানির জন্য এলসি করেছেন।

তিনি আরও জানান, সোমবার দুপুরের মধ্যেই ভারত থেকে কাঁচামরিচ এবং টমেটো আমদানি হবে।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর