thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

 চাপের কাছে বাংলাদেশ মাথা নত করে না: শিক্ষামন্ত্রী 

২০২৩ জুন ২৭ ১৩:৩০:৩৩
 চাপের কাছে বাংলাদেশ মাথা নত করে না: শিক্ষামন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা বীরের জাতি। তাই কোনো চাপের কাছে বাংলাদেশ মাথা নত করে না, আর করবে না।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।

ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশের স্বার্থ সবার আগে। অতএব দেশের বিরোধী কোনো চাপে তিনি নত শিকার করবেন না। বিএনপি যে কোন ঈদের পর আন্দোলন করবে, তা কেউ জানে না। তিনি আরও বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে আন্দোলন করে। এতে জনগণের সম্পৃক্ততা নেই। বিএনপি ইস্যু ছাড়া আন্দোলন করে। এ জন্যই হাঁক ডাকের মধ্যেই সীমাবদ্ধ তাদের আন্দোলন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ প্রমুখ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর